একদিকে আলিপুর আই পি এস আবাসনে রাজীব কুমারের খোঁজে সিবিআই। আর একই সময়ে পার্ক স্ট্রিটে রাজীবের আবাসনে আরেক নাটক। গত কদিন 34 পার্ক স্ট্রিটে ছিল কড়া পুলিশ পাহারা। বৃহস্পতিবার দুপুরে একটু ঢিলেঢোলা ছিল। সেই সময়ে সিবিআইয়ের গাড়ি সটান গেট দিয়ে ভেতরে ঢুকে যায়। অফিসাররা খোঁজখবর শুরু করেন। টের পেয়ে তৎপর হয় পুলিশ। কর্ডন করে সিবিআইকে বার করে দেওয়া হয়। এরপর পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন-রাজীবের সন্ধানে আইপিএস-দের আবাসনে অভিযান





























































































































