অযোধ্যা মামলার নিষ্পত্তির দিন বেঁধে দিল শীর্ষ আদালত

0
3

নিষ্পত্তির দিন বেঁধে দিল শীর্ষ আদালত। বুধবার ছিল অযোধ্যা মামলায় 26তম শুনানি। এদিনই শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী 18 অক্টোবরের মধ্যে এই মামলার নিষ্পত্তির চেষ্টা করতে হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই নির্দেশ দেন। একই সঙ্গে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, মামলায় আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে বিবাদের নিষ্পত্তির চেষ্টা করতে পারেন।