500 টাকার মোদির ফটো স্ট্যান্ড বিক্রি হল 1কোটিতে!

0
3

সরকারি কাজে গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচুর উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সব উপহার এবার নিলামে তোলা হয়েছে। সেই নিলামেই মোদির ছবি সম্বলিত একটি ফটো স্ট্যান্ডের দাম রাখা ছিল মাত্র 500 টাকা। দিনের শেষে সেটি বিক্রি হল এক কোটি টাকায়।

এত দাম ওঠার কারণ, ফটো স্ট্যান্ডটিতে গুজরাতি ভাষায় নরেন্দ্র মোদির কয়েকটি বার্তা লেখা ছিল। প্রধানমন্ত্রী সেই বার্তা বিক্রি হল কোটি টাকায়। এছাড়াও বাছুরকে দুধ খাওয়াচ্ছে গোরুর একটি ধাতুর ভাস্কর্য প্রথমে বেস প্রাইস ছিল দেড় হাজার টাকা। সেটি বিক্রি হয়েছে 51 লক্ষ টাকায়। এছাড়া গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির দেওয়া উপহার রুপোর মঙ্গলঘট বিক্রি হয়েছে এক কোটি টাকায়। শাল, পাগড়ি-সহ অন্যান্য উপহার নিলামে উঠেছে।