আগাম জামিনের রায় স্থগিত, ফের রাজীব কুমার কে হেফাজতে চাইল সিবিআই

0
3

ফের কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার কে নিজেদের হেফাজতে চাইল সিবিআই। মঙ্গলবার বারাসাত জেলা দায়রা আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আর্জির শুনানিতেে এই আবেদন করে সিবিআই ।এমনকি রাজীবের আগাম জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই আইনজীবীর অভিযোগ, প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করছেন রাজীব। এমনকি সারদা তদন্তের একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছেন তিনি । ফলে রাজীবকে আগাম জামিন দিলে সারদাকাণ্ডের গোটা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। যদিও রাজীবের আইনজীবী গোপাল হালদার সওয়ালে বলেন রাজীব কুমার রাজ্য পুলিশ একজন উচ্চ পদস্থ আধিকারিক। এর আগেও সিবিআই এর সঙ্গে তিনি সহযোগিতা করেছেন। শিলং -এ সিবিআই এর সঙ্গে 40 ঘণ্টা প্রশ্নোত্তর পর্বের কথা উল্লেখ করে তার দাবি, রাজীব কুমার তদন্তে অসহযোগিতা করছেন বলে সিবিআই যা বলছে তা মোটেই ঠিক নয়। সমন পাওয়ার পরই রাজীব কুমার জানিয়েছেন যে তিনি ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই সিবিআই দফতরে যাবেন । তার পরেও কি এমন ঘটল যে তিনি সাক্ষী থেকে অভিযুক্ত হয়ে গেলেন । যদিও আদালত এদিন কোনও রায় ঘোষণা করেনি। আপাতত পুরো বিষয়টি স্থগিত থাকছে বলে জানিয়ে দেন বিচারক।