সরকারি কাজেই রাজধানী যাত্রা। মঙ্গলবার, দিল্লি সফরের আগে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রকল্পের বরাদ্দের পাশাপাশি, ব্যাঙ্ক, এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন সংস্থার সমস্যার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হবে বলে জানান তিনি। তবে, কথা প্রসঙ্গে অন্য বিষয়ও উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল সাড়ে চারটে নাগাদ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-আবার তালা পড়ছে কেন্দ্রীয় দুই সংস্থায়






























































































































