প্রায় আড়াই বছর পরে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, বুধবার বিকেলে দিল্লিতে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। আজ মঙ্গলবার বিকেলের উড়ানে দিল্লি যাবেন মমতা। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ‘বকেয়া বিষয়’ ও আর্থিক দাবিদাওয়া নিয়েই নরেন্দ্র মোদির কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
গত বছরের 25 মে বিশ্বভারতীর সমাবর্তনে মমতার সঙ্গে শেষ বার দেখা হয়েছিল মোদির। সেখানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেবার শান্তিনিকেতনেই হাসিনার সঙ্গে মোদির একান্ত বৈঠক হয়। সেখানে মমতাকে ডাকা হয়নি। মমতার সঙ্গে মোদির মুখোমুখি বৈঠক শেষবার হয়েছে 2017-র 19 এপ্রিল, দিল্লিতে। রাজনৈতিক মহলের বক্তব্য, এই সময়ে মোদি-মমতা সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ।






























































































































