জানালার রড কেটে হোম থেকে চম্পট দিল 17 নাবালক

0
3

হাওড়ার পাঁচলা এলাকার একটি বেসরকারি হোম থেকে 17জন নাবালক পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। যদিও পরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সাতজনকে উদ্ধার করে। কিন্তু বাকিদের খোঁজ পাওয়া যায়নি।

জানা গিয়েছে, সোমবার রাতে জানালার রড কেটে 17 জন নাবালক পালিয়ে যায়। রাতে বিষয়টি হোম কর্তৃপক্ষের নজরে এলে তাঁরা পুলিশে খবর দেন। এরপরই পাঁচলা থানার পুলিশ তল্লাশি চালিয়ে মোট সাতজনকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, এই নিয়ে প্রায় সাতবার হোম থেকে নাবালক পালানোর ঘটনা ঘটল।

আরও পড়ুন-কালো কাপড়ে মুখ ঢেকে ফিরলেন ইরফান