জেলা জজ কোর্ট রাজীবের মামলা নিল, আজই শুনানি

0
4

বারাসতের সিবিআই আদালতের মামলা নেওয়ার অধিকার নেই জানানোর পরেই এডিজি (সিআইডি) রাজীব কুমারের আইনজীবীরা বারাসতেরই জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করল। মামলা গ্রহণ করা হয়েছে। আজই জেলা দায়রা বিচারক মহম্মদ সব্বর রশিদির এজলাসে মামলার শুনানি হবে। জেলা জজ আদালতে আবেদন করার সময় রাজীবের আইনজীবীরা মামলা গ্রহণ করা নিয়ে সন্দিহান ছিলেন। কারন, তাঁর মামলা এই মুহূর্তে আলিপুর আদালতে বিচারাধীন। দেখার বিষয় রাজীবের আগাম জামিনের আবেদন গ্রাহ্য হয় কিনা।

আরও পড়ুন-69 তম জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা মমতার