হাতছাড়া হয়েছে ডুরান্ড। মরশুমের প্রথম ডার্বিতেও জয় আসেনি। বৃহস্পতিবার এরিয়ানের কাছে দু’গোলে হেরেওছে।ম্যাচ শেষে ধুন্ধুমার কাণ্ডও বেঁধে যায়। তাও সব বিতর্ককে পেছনে ফেলে ফের দুই বিদেশিকে সই করাল মোহনবাগান।


আজ, বৃহস্পতিবার আইএফএ-র অফিসে গিয়ে দুই বিদেশি ড্যানিয়েল সাইরাস ও জুলেইন কলিনাস বাগানের হয়ে সই করলেন। ভিকুনার সংসারে নতুন সদস্যের আগমন ঘটল। এখন এই দুই বিদেশি কবে থেকে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবেন, তা জানা যায়নি।
আরও পড়ুন-পুজোর মুখে সাংবাদিকদের জন্য সুখবর মুখ্যমন্ত্রীর






























































































































