এবার পুজোয় নতুন সংযোজন ‘ভারতীয় জনতা শারদ সম্মান’

0
2

শুধু পুজো উদ্বোধন নয়, পুজোয় এবার থেকে পুরস্কার দেওয়া শুরু করছে বিজেপি। দক্ষিণ কলকাতা বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কারের নাম দেওয়া হয়েছে, ‘ভারতীয় জনতা শারদ সম্মান’। চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে ।
শহরে মোট 350 পুজো হয়ে থাকে। সেই পুজোর মধ্যে যদি কিছু পুজোকেও এই পুরস্কারের আওতায় আনা যায়, তাতে লাভ দেখছে বিজেপি।

আরও পড়ুন-অবশেষে মিলল কোলব্লকের অনুমতি, আশায় ডেউচা পাচামি