মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে অনেকদিন ধরেই জলঘোলা হচ্ছে। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলির একটি ট্যুইট ঘিরে ধোনির অবসর জল্পনার আগুনে ঘি পড়েছে। তিন বছর আগে 2016 সালের টি-20 বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের একটি ছবি ট্যুইটারে পোস্ট করে ধোনির স্মৃতিচারণা করেছেন বিরাট। আর তারপরেই আরও একবার ধোনির অবসর নিয়ে জল্পনা দেখা দিয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, বিরাট ধোনির কথায় রান নিতে দৌড়াচ্ছেন। ক্যাপ্টেন কোহলি এই ছবি পোস্ট করে লেখেন, ‘ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময়ে যেভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।’

কেন হঠাৎ তিন বছর আগের ম্যাচের ছবি পোস্ট করলেন বিরাট? তাহলে কি ধোনি অবসর নিচ্ছেন? আর কিছুক্ষণ পর সন্ধ্যে সাতটায় বিসিসিআই সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করবেন ধোনি, এমন জল্পনাও হাওয়ায় ভাসছে। অনেকে আবার বলছেন, কোহলি ভালভাবেই জানেন যে ধোনি অবসর নিচ্ছেন, তাই শ্রদ্ধা জানানোর জন্য এই পোস্ট। সত্যি কি তাই? উত্তর দেবে সময়। কারণ, এতকিছু আলোচনা যাঁকে নিয়ে তিনি এখনও ‘স্পিকটি নট’। সন্ধ্যে সাতটার সময় ভারতীয় ক্রিকেটে সত্যি ঐতিহাসিক সময় হয় কিনা, এখন সেটাই দেখার।
আরও পড়ুন-কবর খুঁড়ে বিড়ম্বনা, রোহিতের স্ত্রীকে নিয়ে ডেটিংয়ে কোহলি!






























































































































