ফেরে চুলবুল পাণ্ডের সাজে আসতে চলেছেন সলমন খান। এই খবর সলমন স্বয়ং তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল মারফৎ জানিয়ে দিলেন। ‘দাবাং 3’-এর প্রথম মোশন পোস্টার প্রকাশ করলেন তিনি।
এই পোস্টারটি শেয়ার করে সলমন লিখেছেন, ‘আসতে চলেছে চুলবুল রবিনহুড পাণ্ডে। ঠিক 100 দিন বাদে। আমাকে স্বাগত জানাবেন তো?’ শুধুমাত্র হিন্দিতে নয়, এই ছবিটি তেলুগু, তামিল এবং কন্নড় ভাষাতেও মুক্তি পেতে চলেছে। সলমন ছাড়াও প্রভু দেবা পরিচালিত এই ছবিতে থাকছেন সোনাক্ষী সিনহা, আরবাজ খান এবং মাহি গিল। চলতি বছরের 20 ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন-দেবশ্রী-বিতর্ক নিয়ে পার্থ: ত্রিকোণ সম্পর্কের সমস্যা, এতে রাজনীতি নেই




























































































































