বিকট আওয়াজে কেঁপে উঠলো ডালহৌসির অফিস পাড়া চত্বর। রবিবার ভর সন্ধ্যাবেলায় বিবাদী বাগের স্টিফেন হাউজের সামনে বিস্ফোরণ। যা ঘটেছে নির্মিয়মান ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের পাশে। ছুটির দিন থাকায় খুব বেশি মানুষ সেখানে ছিলেন না। ফলে আতঙ্ক খুব একটা ছড়ায় নি। যদিও বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে মাটি। বসে যায় রাস্তার একটি অংশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। পৌঁছেছে দমকল। ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই।
এদিকে খবর পেয়ে স্নিফার ডগ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি দুর্ঘটনা, নাকি নাশকতা তা নিয়ে এখনও স্পষ্ট করেনি পুলিশ। তদন্তে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সিইএসসির বৈদ্যুতিক তারে বিস্ফোরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বিকেল 5.30 মিনিট নাগাদ তাঁরা বিকট আওয়াজ শোনেন। দেখেন ফুটপাথে তৈরি হয়েছে বিশাল গহ্বর। সঙ্গে সঙ্গে পুলিসে ফোন করেন স্থানীয় কিছু লোক।





























































































































