শিয়ালদহ স্টেশন থেকে এক ভুয়ো মহিলা আরপিএফ কনস্টেবলকে আটক করা হল। লিলুয়ার বাসিন্দা সঙ্গীতা হালদার নামে ওই মহিলাকে শিয়ালদহ স্টেশন থেকে আটক করা হয়। জেরায় সে দোষ কবুল করেছে বলে জানা গিয়েছে।
ক্যানিংয়ের জনৈক প্রান্তিক দাসের থেকে আরপিএফের ইউনিফর্ম ও ভুয়ো নথি সে যোগার করেছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে উত্তেজনা






























































































































