লিগের সূচি বদলে রাজি নয় আইএফএ। ইস্টবেঙ্গল চাইছে, সপ্তাহে একটি ম্যাচ। আর কিবু ভিকুনার দলের দাবি, চার দিন অন্তর। আবার ছোট ক্লাবগুলি চাইছে পুজোর আগে শেষ হোক কলকাতা লিগ। শনিবার লিগের নতুন সূচি দেওয়া হবে। সেখানে বাগান বা লাল হলুদ, কারওরই দাবি সম্ভবত রাখা হচ্ছে না। ২ বা ৩ দিন অন্তর ম্যাচ রাখা হচ্ছে। পুজোর আগে লিগ শেষ করতে গেলে ১৯ দিনে ৩০টি ম্যাচ করতে হবে। ফলে একদিনে ২টি বা ৩টি ম্যাচও কোনও কোনও দিন থাকবে। আইএফএ সচিব জানান, দাবি করলেই সব মানা হবে, এমন কোনও কথা নেই। অর্থাৎ ছোট ক্লাবগুলির দাবি, পুজোর আগে লিগ শেষ করার পথেই হাঁটছে আইএফএ।






























































































































