পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির প্রয়াত। একই সঙ্গে শেষ হয়ে গেল বিশ্ব ক্রিকেটের বর্ণময় এক অধ্যায়। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63। লাহোরের এক স্থানীয় হাসপাতালে কাদিরকে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
দেশের হয়ে 67টি টেস্ট ও 104টি ওয়ান-ডে খেলেন কাদির। টেস্টে নিয়েছেন 236টি উইকেট। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে 132টি উইকেট। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব সামলেছেন। পরবর্তীকালে তাঁকে ধারাভাষ্যকার হিসেবেও পাওয়া গেছে। 1977 সালে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে পাকিস্তানের হয়ে অভিষেক করেন কাদির। নজরকাড়া ছিল তাঁর অনন্য বোলিং অ্যাকশন। বিচিত্র অ্যাকশনের জন্য ‘ডানসিং বোলার’ বলেও পরিচিত ছিলেন তিনি।
ইমরান খান অধিনায়ক থাকাকালীন কাদির ছিলেন তাঁর প্রধান স্পিন অস্ত্র। তাঁর গুগলি বুঝতে না পেরে পরাস্ত হয়েছেন পৃথিবীর তাবড় ব্যাটসম্যান। বেঙ্গালুরুতে সুনীল গাভাসকার জীবনের শেষ টেস্ট খেলেন। করেন ঐতিহাসিক 96 রান। আউট হয়েছিলেন কাদিরের লাফিয়ে ওঠা বলেই। পাক ক্রিকেট জগত-সহ ভারতীয় ক্রিকেট মহলও শোকাচ্ছন্ন অকালে কাদিরের প্রয়াণে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































