‘দিদিকে বলো’ কর্মসূচিতে এক দরিদ্রের বাড়িতে রাত কাটালেন আরাবুল

0
3

দক্ষিণ 24 পরগণা: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গিয়ে এক দরিদ্র মানুষের বাড়িতে রাত্রি যাপন করলেন আরাবুল ইসলাম। মাটির বাড়িতে স্বাচ্ছন্দ্যেই সময় কাটানোর পাশাপাশি পাত পেরে খেলেন ডাল আলুভাজা কুমড়োর তড়কারি। ভাঙড়ের হাটগাছা গ্রামে মহিলা পুরুষের সঙ্গে কথা বলার পর এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলেন তিনি। একাধিক মানুষের অভাব অভিযোগ এর কথা শোনেন। এমনকি দিদিকে ফোন করে অভিযোগ জানানোর জন্য সকলকে অনুরোধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, ওহিদুল ইসলাম, জুলফিকার মোল্লা, প্রদীপ মণ্ডল-সহ ভাঙড় এলাকার সকল নেতৃত্ব।

আরও পড়ুন-পুরসভার কর্মীদের বেতন না হওয়ায় বিক্ষোভ জগদ্দলে