পঞ্জাবের গুরুদাসপুরের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারাল 17 জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতের সংখ্যা 30 জনেরও। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গুরু নানকের একটি উৎসবকে ঘিরেই গুরুদাসপুরের বাটালায় অবস্থিত ওই কারখানায় শক্তিশালী বাজি তৈরির সময় আচমকা বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনাস্থল 100 পুলিশ কর্মী ঘিরে রেখেছে। এছাড়া গুরুদাসপুরের ডিসি বিপুল উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। এই ঘটনায় অভিনেতা তথা সাংসদ সানি দেওল গভীর শোকপ্রকাশ করেছেন।































































































































