20 জনের সঙ্গে একাই মারপিট করতে গিয়ে মৃত্যু হতাশাগ্রস্ত যুবকের! কারণটা কী?

0
3
প্রতীকী ছবি

এক চিকিৎসকের চেম্বারের ফ্যান ভাঙাকে কেন্দ্র করে এক যুবকে গণপ্রহার। এবং তার জেরে বেঘোরে প্রাণ গেল ওই যুবকের। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের লালদিঘীর পাড় অঞ্চলে। মৃতের নাম খবীর শেখ (35)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবীর মানসিকভাবে সামান্য বিপর্যস্ত ছিল। জানা গিয়েছে, এদিন প্রচণ্ড গরমের জন্য ওই চেম্বারে গিয়ে বসে ছিল। কিন্তু ফ্যানের হাওয়া পাচ্ছিল না বলে অভিযোগ তুলে রাগের মাথায় টেবিল ফ্যানটিকেই আছড়ে ভেঙে দেয় খবীর। ঘটনায় চেম্বারে চাঞ্চল্য ছড়ায়। প্রায় জনা কুড়ি লোকের সঙ্গে শুরু হয়ে যায় হাতাহাতি। তাদেরই গণপিটুনিতে মৃত্যু হয় খবীরের।

আরও পড়ুন-আপনার ‘পূজো’ আমাদের পুজো নয়