NRC নিয়ে এবার আলিপুরদুয়ারে পথে নামছে তৃণমূল! দেওয়া হবে আশ্রয়, আইনি সহায়তা

0
4

NRC নিয়ে এবার আলিপুরদুয়ারের পথে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচি অনুযায়ী আগামী 8 সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বারোবিশাতে দিনভর অবস্থান, পথসভা ও মহামিছিল করবে জেলা তৃণমুল কংগ্রেস। এই অবস্থান কর্মসূচিতে 10 হাজার লোককে সামিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচির পর বারোবিশা চৌপথি থেকে সংকোশ সেতু পর্যন্ত মহামিছিল করা হবে। বুধবার বারোবিশাতে তৃণমুলের কুমারগ্রাম কোর কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, NRC-এর তালিকায় অসমে থাকা কুমারগ্রামের কোনও বাসিন্দার কারও আত্মীয়র নাম না উঠলে তাঁদের আইনী সহায়তা দেওয়ার জন্য একটি লিগ্যাল সেলও তৈরি করা হচ্ছে। কেউ অসম থেকে এরাজ্যে এসে আশ্রয় চাইলে তাঁদের থাকার ব্যবস্থাও করবে দল।

আরও পড়ুন-বাংলায় NRC নয়, প্রস্তাব আসছে বিধানসভায়