উত্তর 24 পরগনাঃ নাকা চেকিংয়ে গাড়ি ভরতি গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ল দুই পাচার কারী | ধৃত দের নাম মিলন টুডু ও ইমন মালাকার | মঙ্গলবার রাতে নিয়ম মাফিক যশোর রোডে নাকাচেকিং করছিল গাইঘাটা থানার পুলিশ | ওই সময় যশোর রোড ধরে কলকাতা থেকে বনগাঁ গামী দ্রুত গতির একটি স্কর পিও গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্য রত পুলিশ কর্মীদের । ওই সময় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই পুলিশ কর্মীদের নজরে আসে বস্তা ভরতি বাঁশ পাতার কাগজে মোড়া সন্দেহ জনক বস্তু | বস্তা খুলতেই বেড়িয়ে পড়ে গাঁজা | তৎক্ষনাৎ গাড়ি টি আটক করে পুলিশ | ধৃত দুই পাচারকারী কে জীজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কলকাতা থেকে ওই গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তে | উদ্ধার হয় ২৩ কিলো গাঁজা | যার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা বলে জানায় পুলিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ধৃত দের বারাসত জেলা আদালতে তোলা হবে | গাড়ির মালিক ইমনমালাকার ও চালক মিলন টুডুকে কয়েক মাস ধরেই এই পাচারের কাজে যুক্ত ছিল বলে জানতে পারে পুলিশ |