বন্ধ হল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের

0
3

আপাতত বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা হাইকোর্টের নির্দেশে। ষোলই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। আদালতের অনুমতি ছাড়া কাজ আরম্ভ করা যাবে না। জনস্বার্থ সংক্রান্ত একটি মামলার আদেশে আজ এই আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহমুখী টানেল খোঁড়ার কাজে ভূগর্ভে ব্যবহৃত টানেল বোরিং মেশিন বা টিবিএম-এর কম্পনে বউবাজার এলাকায় বহু বাড়িতে ফাটল ধরেছে। খসে পড়েছে ছাদের চাঙড়। এমনকি আজ মঙ্গলবার সকালে একটি বাড়ির একাংশ ধসে পড়েছে। অনেকগুলি বাড়ি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরিস্থিতির খবর পেয়ে রবিবার বউবাজারে পৌঁছেছিলেন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি যাওয়া সত্ত্বেও চিঁড়ে না ভেজায় সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা পথ অবরোধ করেন। ক্ষোভের আন্দাজ করে গতকাল সন্ধ্যার মুখে এলাকায় পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। সেইমত আজ নবান্নে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব সহ অন্যান্য অধিকর্তারা। বৈঠকে মেট্রো কর্তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে।