নতুন প্রজন্মের সাথে পূরাতনের মেলবন্ধন ঘটানোর এক অভিনব প্রচেষ্টা এই বর্ণ অনন্য। এই মূল ভাবনাটি নবমিতা দাসের। তিনি প্রেসিডেন্সি কলেজে সোশিওলজির অধ্যাপিকা। পুরনো দিনের রবীন্দ্রনাথের গান,কবিতার পাশাপাশি বিদেশের গান কবিতার মিলিত সংকলনে তিনি একটি অ্যালবাম তৈরী করেছেন।
আরও পড়ুন-ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল রাসায়নিক কারখানা: মৃত কমপক্ষে 20, ধ্বংসস্তুপে আটক 70
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন- “আমি এই অ্যালবামটিতে ব্যবহৃত গান ও কবিতাগুলিকে বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী ভাগ করেছি । যেখানে অতীতের সময়কে নতুন প্রজন্মের কাছে তাদের মত করে তুলে ধরতে চেয়েছি এবং সেই গান ও কবিতাগুলির মাধ্যমে কিছু সামাজিক বার্তা পৌচ্ছে দিতে চেয়েছি আগামী প্রজন্মের কাছে। যাতে তারা পুরনো দিনের ফেলা আসা সেই সব গান কবিতাগুলো আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের মতো করে উপলব্ধি করতে পারে।” জানা গিয়েছে মহালয়ার দিন এই অ্যালবামটি মুক্তি পাবে । ইতিমধ্যেই এই অ্যালবামটির একটি ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। নবমিতা দাস ও তার টিমের (সাত্যকী ব্যানার্জী, দ্বৈপায়ন সাহা ও কৌস্তভ দে) সকলের মিলিত প্রচেষ্টায় তৈরি এই বর্ণ অনন্য অ্যালবামটি। তাদের এই অভিনব প্রচেষ্টার জন্য “এখন বিশ্ববাংলা সংবাদের” তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা।



























































































































