45 টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।এদের মধ্যে আছে বিএসএনএল, বেঙ্গল কেমিক্যাল, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাও। এই বেসরকারিকরণের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল শ্রমিক সংগঠন অনশনে বসেছে। তাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার অনশন মঞ্চের ঢাল ছোঁড়া দূরত্বে তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেখান থেকে অনশনকারীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেত্রী। তিনি বলেন, বেকার সমস্যা বাড়ছে আর সেই সময় 45 টি রাষ্ট্রায়ত্ত সংস্থা কে বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর ফলে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েদের চাকরি চলে যাবে। এদের পাশে আমি আছি।

আরও পড়ুন-মেয়ো রোডে তরতাজা ছাত্রছাত্রীর ভিড়, চাঙ্গা তৃণমূল






























































































































