কেডি-ম্যাথুর মুখোমুখি জেরাপর্ব শেষ হওয়ার পরই বিজেপি নেতা মুকুল রায়কে নারদকান্ড নিয়ে জেরা করল সিবিআই। প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লির সিবিআই সদর দফতর ছাড়েন মুকুল। জেরা করতে বুধবার সকালেই তিন অফিসার কলকাতা থেকে দিল্লি আসেন। প্রসঙ্গত নারদকান্ড প্রকাশ্যে আসার পরই মুকুল বলেছিলেন, ওটা জাল ভিডিও। আমি মানহানির মামলা করব। ফরেনসিক পরীক্ষায় ভিডিওর সত্যতা প্রকাশ হবার পর সেই মুকুলই বলেন, আমাকে তো আর টাকা নিতে দেখা যায়নি!





























































































































