এবার অদ্ভূত দাবি করে বসলেন এক বিজেপি বিধায়ক। অসমের শিলচরের বারাক উপত্যকার বিজেপি বিধায়ক দিলীপ কুমার পালের বক্তব্য, ভগবান কৃষ্ণের মতো বাঁশি বাজালে গরু নাকি বেশি দুধ দেয়!
এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, ‘গানের সঙ্গে নাচের একটা বৈজ্ঞানিক সাদৃশ্য আছে। এমনকি কৃষ্ণের মতো বাঁশির আওয়াজ শুনলে গরু বেশি দুধ দেয়।’
নিজের দাবির সমর্থনে বিজেপি বিধায়ক বলেছেন, ‘কয়েক বছর আগে গুজরাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গবেষণায় জানিয়েছিল, বাঁশির আওয়াজের সঙ্গে গরুর দুধ বৃদ্ধির তথ্যটি অনেকাংশে সত্যি।’ এরপরই বিজেপি বিধায়ক বলেছেন, ‘বিদেশের থেকে আমাদের দেশের দুধ অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর। দেশীয় গরুর দুধ থেকে তৈরি চিজ, মাখনও অনেক বেশি সুস্বাদু।’
আরও পড়ুন-প্রথমবার সফল হাঁটু প্রতিস্থাপন আসানসোল জেলা হাসপাতালে




























































































































