সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে বিল আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যে কর্মরত প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ার এই বিলে উপকৃত হবেন। রাজ্য বিধানসভার চলতি অধিবেশনেই “সিভিক ভলান্টিয়ার 2019” বিলটি পেশ করা হবে। নতুন এই বিলে সিভিক ভলান্টিয়ারদের আর্থিক নিরাপত্তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিল বিধানসভায় পাস হলে রাজ্যপালের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজ্যপাল স্বাক্ষর করলেই নয়া এই বিল আইনে পরিনত হবে।
আরও পড়ুন-বিধানসভায় দলত্যাগ নিয়ে প্রশ্নে তৃণমূলের নজির টেনেই প্যাঁচ কষছে বিজেপি





























































































































