বিজেপি’র অভিযোগ, বাংলায় নতুন শিল্প আনতে ব্যর্থ তৃণমূল সরকার। অভিযোগ, জমি জটে থমকে যাচ্ছে রাজ্যের শিল্পায়ন। জমির অধিগ্রহণে রাজ্যের দুর্বলতাকেই বারবার কাঠগড়ায় তুলেছে বিজেপি।
ওদিকে বিজেপির আনা এই অভিযোগে ঠাণ্ডা জল ঢেলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের সর্বশেষ রিপোর্ট৷ ওই রিপোর্টে বলা হয়েছে, শিল্পের পথ সুগম ও সরলীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উদ্যোগ দেখিয়েছে তা এখনও পর্যন্ত গোটা দেশে দ্বিতীয় স্থানে৷ তালিকার শীর্ষে রয়েছে নরেন্দ্র মোদির গুজরাত৷ তৃতীয় স্থানে যুগ্মভাবে আছে হরিয়ানা ও রাজস্থান।
কেন্দ্রের এই রিপোর্ট বলছে, গত বছর এই তালিকায় পশ্চিমবঙ্গ ছিল 10 নম্বর স্থানে৷
এক বছরের মধ্যেই এক লাফে 9 ধাপ এগিয়ে মমতার রাজ্য এখন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মোদির গুজরাতের দিকে। দেশের শিল্প ব্যবস্থার সরলীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে কিছু প্রস্তাব পাঠিয়েছিল। শিল্প গড়তে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, সে সংক্রান্ত বিষয়েই ছিলো কেন্দ্রের প্রস্তাব।





























































































































