মহাকাশে অপরাধ করলো এক মানুষ। হ্যাঁ এমন ঘটনারই অভিযোগ উঠেছে অ্যান ম্যাকেইন নামে এক সহকামী মহাকাশচারীর বিরুদ্ধে। ইতিমধ্যেই নাসার তরফ থেকে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
অভিযোগটি হল , আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস–এ 6 মাস থাকাকালিন তিনি নিজের পরিচয় লুকিয়েছেন এবং বর্তমানে আলাদা থাকা স্ত্রী সামার ওয়র্ডেনের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবৈধভাবে ব্যবহার করেছেন। বিনা অনুমতিতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার খবর পেয়ে ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি–তে অ্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সামার।
অন্যদিকে অ্যানের আইনজীবীর দাবি অ্যান ও সামারের যৌথ আর্থিক তথ্য খতিয়ে দেখলেই জানা যাবে অ্যান আইএসএস–এ থাকাকালীন সামারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। এমনকি দুজনের মধ্যে সম্পর্কে থাকাকালীনও বহুবার এমন কাজ করেছেন। এখন পুরো ঘটনাটির তদন্ত করছে নাসা। সম্প্রতি জুন মাসে পৃথিবীতে ফিরেছেন অ্যান ম্যাকেইন।




























































































































