কলকাতার শেক্সপিয়র সরণির জাগুয়ার দুর্ঘটনার তদন্তে নয়া মোড়। আজ জানা গিয়েছে, আরসালান পারভেজ নন, গাড়িটি ড্রাইভ করছিলেন তাঁরই বড় দাদা রাঘিব পারভেজ। আজ, বুধবার বেনিয়াপুকুর থেকে রঘিবকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, তাঁদের মামা মহম্মদ হামজাকেও গ্রেফতার করা হয়।





























































































































