এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা! দুদিন ধরে ইডি-র তলব লালু প্রসাদের পরিবারকে

0
5

বিহার নির্বাচনের আগে বাংলার মতোই বিরোধীদের এজেন্সির (central agency) ভয় দেখিয়ে চাপে রাখার কৌশলে বিজেপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে মুখ পুড়ছে নীতীশ কুমারের (Nitish KUmar)। ২০২৫-এ নির্বাচনের আগে বেগতিক দেখে বিরোধী আরজেডি-র (RJD) উপর এজেন্সি দিয়ে চাপ প্রয়োগের কৌশলে জোটসঙ্গী বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারের সব সদস্যকে দুদিন ধরে লাগাতার জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)।

মঙ্গলবার ইডির (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও পুত্র তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap Yadav)। ৪ ঘন্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপরেও নিস্তার মেলেনি। বুধবার তলব করা হয় লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। টানা চারঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানো হয়। লোকসভা নির্বাচনের আগেও এভাবেই বারবার হয়রান করা হয়েছিল আরজেডি (RJD) প্রধান লালুকে।

লালুর পরিবারের প্রত্যেকের সম্পত্তি বাড়ি সংক্রান্ত প্রশ্ন নিয়ে যথাযথ উত্তর পেশ করেন রাবড়ি দেবী (Rabri Devi) থেকে লালু। আরজেডি (RJD) নেতৃত্বের কথায়, যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠিয়েছে ততবারই তাঁদের নেতারা সহযোগিতা করেছেন। এরপরেও সহযোগিতা করা হবে। সেখানে তাঁদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, বিজেপি বিহার বিধানসভা নির্বাচনকে (Assembly Election) টার্গেট করেছে। তারা চাইছে যে কোনও প্রকারে লালু প্রসাদ যাদবকে সমস্যায় ফেলতে, যাতে তিনি নির্বাচনে বাইরে না বেরোতে পারেন। এভাবে বিজেপি কত দিন নিজেদের মুখ রক্ষা করতে পারবে।