জেলে বসেই না কি হুমকি দিচ্ছেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহান! ন্যাজাট থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর। ইডির কাছেও চিঠি লিখেছেন রবিন মণ্ডল (Robin Mandol) নামে ওই ব্যবসায়ী। বসিরহাট পুলিশ (Police) জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে বড় বাজার রয়েছে। অভিযোগ, সেই বাজারটি রয়েছে রবিন মণ্ডলের পরিবারের। শেখ শাহজাহান (Sheikh Shajahan) জোর করে ওই জমি দখল করে নেন বলে অভিযোগ। অভিযোগকারী রবিন মণ্ডলের দাবি, শাহজাহান ঘনিষ্ঠ এক নেতা কিছুদিন আগে তাঁর কাছে আসেন। বলেন, “ভাই কথা বলবে।“ ব্যবসার অভিযোগ, ফোনের ওপারে শাহজানের কণ্ঠস্বর শোনেন তিনি। ‘শাহজাহান’ বলেন, “খুব বাড় বেড়েছিস। বাজার নিয়ে উৎপাত করছিস শুনলাম। তোদের বাড়ি ঘর ভাঙচুর করে উড়িয়ে দেব। পালানোর পথ পাবি না!“ ঘটনার কথা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন রবিন। ন্যাজাট থানাতেও অভিযোগ দায়ের করেছেন।
এদিকে নিজেদের জমি ফেরত পেতে ইডি-সিবিআইয়ের কাছে অভিযোগ করেছে মণ্ডল পরিবার। শাহজাহান (Sheikh Shajahan) মার্কেটে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এখনও সেই বিষয়ে কোনও সুরাহা হয়নি। এরই মধ্যে ‘শাহজাহান’-এর হুমকি ফোন পেয়ে আতঙ্কিত রবিন মণ্ডলরা।
আরও খবর: স্বাস্থ্যে দেশের সেরা বাংলা: বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রীর
কিন্তু প্রশ্ন উঠছে যিনি ফোন করেছিলেন, তিনি কি সত্যি শাহজাহান? বারুইপুর সংশোধনাগারে শাহজাহান ফোন ব্যবহার করছেন কীভাবে? সেই ফোনে ব্যবসায়ীকে হুমকিও দিচ্ছেন! বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, অভিযোগ এসেছে। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–





























































































































