নিয়োগ নিয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। OBC-র শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বুধবার বিধানসভায় তিনি ঘোষণা করেন, রাজ্যে ২-৩ লাখ কর্মসংস্থান তৈরি হবে।
অন্যান্য অনগ্রসর শ্রেণি শংসাপত্র সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায়, ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে। এর জন্য ৩ মাস সময় লাগবে বলে আবেদন জানায় রাজ্য। সেইমতো রাজ্যকে ৩ মাস সময় দেয় সুপ্রিম কোর্ট।
আরও খবর: স্বাস্থ্যে দেশের সেরা বাংলা: বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রীর
এই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট (Supreme Court) ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে। খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় ২-৩ লক্ষ নিয়োগ হবে।“ এর পরেই মামলা করে রাজ্যে নিয়োগ প্রক্রিয়াকে আটকে রাখা নিয়ে ফের সরব হন মমতা। কারো নাম না করে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না।“
এর পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, OBC-র শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
–
–
–
–
–
–
–





























































































































