হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু ২০২৫ আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হবে টি-২০ ক্রিকেটের মহাযুদ্ধ। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল। আসন্ন মরশুমের জন্য নতুন নেতার নাম ঘোষণা করেছে আরসিবি। বেঙ্গালুরুর নতুন নেতা হয়েছেন রজত পতিদার। মনে করা হচ্ছিল ফের নেতৃত্বে ভার নেবেন বিরাট কোহলি। তবে অধিনায়কত্ব নিতে চাননি বিরাট। যার কারণে রজতকেই করা নতুন নেতা। আর এবার দলের নতুন নেতাকে নিয়ে মুখ খুললেন বিরাট । বললেন, ওর অসাধারণ প্রতিভা। দারুণ ক্রিকেটার।
গতকাল বেঙ্গালুরুতে ছিল আরসিবি-র ‘আনবক্সিং’ অনুষ্ঠান । ওই অনুষ্ঠানে দলের সব ক্রিকেটারকে এক মঞ্চে হাজির করানো হয়। সমর্থকদের সঙ্গে পরিচয় করানো হয় প্রত্যেককে। সেই সময় নতুন নেতা পতিদারকে নিয়ে বিরাট বলেন, “ এর পরে যে ছেলেটা আসছে সে আপনাদের দলকে অনেক দিন ধরে নেতৃত্ব দেবে। তাই যতটা পারেন ওকে ভালবাসা দিন। ও অসাধারণ প্রতিভা। দারুণ ক্রিকেটার। আমরা সবাই সেটা দেখেছি। ওর কাঁধের উপরে একটা শক্তিশালী মাথা রয়েছে। আমি নিশ্চিত এই দলের দায়িত্ব নিয়ে ও অনেক কাজ করবে এবং দলটাকে এগিয়ে নিয়ে যাবে। নেতা হওয়ার জন্য যা দরকার তার সব কিছু ওর মধ্যে রয়েছে।“
এদিকে আইপিএল শুরুর থেকেই আরসিবিতে খেলছেন বিরাট। নিজের যাত্রা নিয়েও মুখ খোলেন কোহলি। বিরাট বলেন, “ আবার ফিরতে পেরে দারুণ লাগছে। এই উত্তেজনা এবং আনন্দ প্রতি বছরের মতোই এবারও রয়েছে। ১৮ বছর ধরে এই দলে রয়েছি। প্রচণ্ড ভালবাসি আরসিবি-কে। এ বার আমাদের দলটা অসাধারণ। অনেক প্রতিভা রয়েছে। আমি বেশ উত্তেজিত।“
আরও পড়ুন- গাভাস্করের কাছে নিজের বকা খাওয়ার মুহুর্ত তুলে ধরলেন পন্থ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
–
–
–
–
–
–
–





























































































































