শারদোৎসব ও ঈদের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর! ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সব সরকারি কর্মীর বেতন মাসে ৪৪ হাজার টাকা বা তার কম, তারা এবার অ্যাড হক বোনাস পাবেন ৬ হাজার ৮০০ টাকা। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার জানিয়ে দিল রাজ্য। প্রসঙ্গত, গত বছর এই বোনাস ছিল ৬ হাজার টাকা এবং বেতনের সীমা ছিল ৪২ হাজার টাকা। অর্থাৎ, ৮০০ টাকা বৃদ্ধি পেল এবারের বোনাসে।
এছাড়া উৎসব অগ্রিমও বেড়েছে। যাঁদের বেতন ৪৪ হাজার থেকে ৫২ হাজারের মধ্যে, তারা এবার পাবেন ২০ হাজার টাকা উৎসব অগ্রিম। গত বছর এই পরিমাণ ছিল ১৮ হাজার টাকা এবং বেতনের সীমা ছিল ৪২ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। অর্থাৎ, ২ হাজার টাকা বাড়িয়ে এবার ২০ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ মার্চ ২০২৫ এর মধ্যে যারা অবসর নিয়েছেন বা নেবেন, তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম, তারা পাবেন ৩ হাজার ৫০০ টাকা, যা গত বছর ছিল ৩ হাজার ২০০ টাকা। এবার ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন ঘোষণা রাজ্য সরকারের অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও প্রযোজ্য হবে।
_
_
_
_
_
_
_
_
_




























































































































