শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গ্রেফতার দুই

0
3

শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের গাড়ি আটকে হুমকি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি বাঁকুড়ায়। অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ঠিক কী কারণে তারা এহেন হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। দু’জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডেপুটি মেয়রের অভিযোগ, ঘটনার দিন প্রায় ২ ঘণ্টা ধরে সেবক রোডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দীর্ঘ বচসার পর খুনের হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ-ব্যাপারে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, রঞ্জন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। একেবারেই অনভিপ্রেত ঘটনা।

আরও পড়ুন- নতুন মরশুমে নামার আগে আশাবাদী হার্দিক, সিএসকেরব বিরুদ্ধে নামার আগে কী বললেন মুম্বই অধিনায়ক?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_