আর জি কর মামলায় এখন মন্তব্য নয়: হাইকোর্টে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

0
2

চিকিৎসক তরুণীর খুন ধর্ষণের মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সব পক্ষের পেশ করা তথ্য প্রমাণ গ্রহণ করলেও সোমবারের শুনানিতে কোনও মন্তব্য করেনি প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ। শুনানির জন্য নতুন দিন ধার্য করার নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে।

সোমবারের শুনানিতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। অন্যদিকে সিবিআইের (CBI) আইনজীবীকে এর আগেও এই মামলায় একাধিক প্রশ্ন করা হয়েছিল, যার উত্তর তাঁদের পক্ষ থেকে দেওয়া হয়নি। সোমবারের শুনানিতে সেই উত্তর না দেওয়ায় অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন সিবিআই আইনজীবী।

ইতিমধ্যেই সঞ্জয় রায়ের যাবজ্জীবনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে সিবিআই। অন্যদিকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই-এর (CBI) তদন্তের উপর প্রশ্ন তুলে মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলায় আদৌ হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে কি না, প্রশ্ন করা হয় হাইকোর্টের তরফে।

সোমবার সিবিআই তদন্তে নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন করেন নির্যাতিতার বাবা-মা। সেখানেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjeev Khanna) ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, তাঁরা এই আবেদন নিয়ে মন্তব্য করবেন না। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পরিবার নিজেদের আবেদন নিয়ে যেতে কোনও বাধা নেই। আর জি কর মামলার পরবর্তী শুনানি ১৩ মে থেকে চলা সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।