চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে লাভের জায়গায় লোকসানের মুখে পিসিবি, পরিমান প্রায় ৮৬৯ কোটি টাকা : সূত্র

0
3

সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। দীর্ঘ কয়েকবছর পর পাকিস্তানের মাটিতে আয়োজন হয়েছিল আইসিসির কোন টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্ট আয়োজন করে লাভের মুখ না দেখে লোকসানের মুখে পড়েছে পাকিস্তান। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে পাকিস্তান ছিটকে যাওয়ায় বড়সড় অর্থ সংকটে পড়তে হয়েছে পিসিবিকে। জানা গিয়েছে, এর জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-তেও কোপ পড়েছে। সেই অর্থের পরিমান প্রায় ৮৬৯ কোটি টাকা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তার ম্যাচ গুলি খেলে দুবাইতে। হাইব্রিড মডেলে হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ঘরের মাঠে একটিই মাত্র ম্যাচ খেলে। নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সেই ম্যাচটিতেও হারের মুখ দেখে তারা। ভারতের বিরুদ্ধে খেলতে তাদের যেতে হয়েছিল দুবাই। অন্যদিকে, রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। সুতরাং জয়ের মুখ না দেখেই বিদায় নেয় পাকিস্তান। গ্রুপ পর্বে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় তারা। আর এতেই নাকি লোকসানের মুখ দেখে পিসিবি। জানা যাচ্ছে, রিজওয়ানরা ছিটকে যাওয়ায়, পাকিস্তানের দর্শক এই প্রতিযোগিতা থেকে আগ্রহ হারায়। যার ফলে পরের ম্যাচগুলিতে মাঠ ফাঁকা ছিল। এমনকি টিকিটের চাহিদা কমে যায়। যার ফলে মুখ ফিরিয়ে নেয় স্পনসরেরা। আর এই সবের কারণে সব মিলিয়ে সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, ৮৬৯ কোটি টাকা লোকসান হয়েছে পিসিবির।

এছাড়াও জানা যাচ্ছে, এর প্রভাব নাকি পড়েছে ঘরোয়া ক্রিকেটেও। আসন্ন জাতীয় টি-২০ প্রতিযোগিতায় ক্রিকেটারদের বেতন ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরো পড়ুন- অনুশীলনে ঝড় তুললেন ১৩ বছরের বৈভব , ভিডিও পোস্ট রাজস্থানের