সোমবার ভোররাতে দুটি আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদে (Murshidabad)। উনুন (stove) থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি কাঁচা বাড়ি। অন্যদিকে শর্টসার্কিট (short circuit) থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি কাপড়ের দোকান। দুটি ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙা ও জলঙ্গির।
সোমবার ভোররাতে উনুন (stove) জ্বালিয়ে রান্নার কাজ শুরু করতেই বিপত্তি মুর্শিদাবাদের জলঙ্গিতে (Jalangi)। খড়ের চালে অসাবধানতায় ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় কাঁচা বাড়িটি। স্থানীয় বাসিন্দারাই আশেপাশে আগুন ছড়িয়ে পড়া থেকে কোনওমতে রক্ষা করেন।
অন্য একটি আগুন লাগার ঘটনা ঘটে মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga)। ভোর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় মানুষ রোজার জন্য ভোরে উঠে পড়ায় আগুন লাগার ঘটনা জানাজানি হয়। দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। দোকানে লক্ষাধিক টাকার লোকসানের দাবি দোকান মালিকের।
–
–
–
–
–
–
–
–