বিহারের আগ্নেয়াস্ত্রে বাংলায় নাশকতার চেষ্টা! এসটিএফ-এর জালে অস্ত্রসহ দুষ্কৃতী

0
3

বিহারের অরাজক পরিবেশে দুষ্কৃতীদের হাতে খুন হতে হচ্ছে পুলিশ কর্মীদেরও। আর সেই বিহার (Bihar) থেকেই বারবার বাংলায় নাশকতার ছক কষা হচ্ছে। তবে বাংলার পুলিশের কড়া নজরদারিতে একাধিক অস্ত্রসহ ধরা পড়ল এক দুষ্কৃতী। তাকে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা চালানো হবে বিহার থেকে আনা অস্ত্র কোন কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল তার।

সোমবার ভোরে হাটেবাজারে এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে (Sealdah station) ঢোকার সঙ্গে সঙ্গে এসটিএফ (Bengal STF) কর্মীরা হাসান শেখ নামে এক যাত্রীকে পাকড়াও করে। তার ব্যাগ খুলতেই জামা কাপড়ের মোড়া একাধিক আগ্নেয়াস্ত্র (fire arms) পাওয়া যায়। কাপড়ে মুড়ে এভাবেই প্রতিবেশী রাজ্য থেকে অস্ত্র ঢোকা আটকানোতে বড় সাফল্য রাজ্য পুলিশের। হাসানকে হেফাজতে নিয়েছে এসটিএফ।

এসটিএফ সূত্রে জানা যায়, বিহার (Bihar) থেকে অস্ত্র আনার গোপন তথ্য আগেই ছিল পুলিশের কাছে। বিহারের খাগাড়িয়া (Khagaria) থেকে অস্ত্র নিয়ে মানসি জংশন স্টেশন থেকে হাটেবাজারে এক্সপ্রেসে ওঠে হাসান শেখ। তখন থেকেই তার উপর নজর রাখা হয়। এরপর শিয়ালদহে (Sealdah station) নামতেই তাকে ধরা হয়।

আটক দুষ্কৃতীর কাছ থেকে ৪টি সেভেন এমএম (7mm) পিস্তল ও একটি ওয়ান শাটার (one shutter) পিস্তল উদ্ধার হয়েছে। তার বাড়ি মালদহে। এই অস্ত্র (fire arms) নিয়ে তা কী ধরনের পরিকল্পনা ছিল, তা জিজ্ঞাসাবাদ করে জানবে এসটিএফ। নাকি এই অস্ত্র সে পাচার করত সে সম্পর্কেও চালানো হবে জিজ্ঞাসাবাদ।