আততায়ীর গুলিতে মৃত্যু লস্করের (lashkar e taiba) মুখ্য অপারেশন কম্যান্ডার আবু কাতালের (Abu Katal)। পাকিস্তানের মাটিতে কে বা কারা কুখ্যাত জঙ্গিকে খতম করল তা নিয়ে পাকিস্তান সরকারের (Pakistan Government) তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর শনিবার রাতেই খুন হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার।
দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা আধিকারিকদের র্যাডারেও ছিল কাতাল। ভারতীয় গোয়েন্দাদের (RAW) কাছে খবর ছিল কাশ্মীরে বহু হামলার নেপথ্যে মূলচক্রী এই জঙ্গি। শোনা যায়, খোদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে এবং হাফিজের নির্দেশেই সে কাজ করত। মূলত পরিকল্পনা অনুযায়ী হামলার ছক কষা এবং প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই নাশকতা ঘটানোর কাজ করতো এই কাতাল। পাশাপাশি পাকিস্তানে বসে এই কাশ্মীর থেকে জঙ্গি নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর। ২০২৩ সালে আম জনতাকে টার্গেট করে রাজৌরিতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই ঘটনায় এনআইএর চার্জশিটেও নাম ছিল আবু কাতালের।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































