২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। ২৩ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মুম্বইদের সামনে চেন্নাই সুপার কিংস। গত মরশুম একেবারেই ভাল যায়নি মুম্বইয়ের। গত মরশুমে হার্দিক পান্ডিয়াকে নেতা করে আনে মুম্বই কর্তৃপক্ষ। তবে গত মরশুমে জুটেছে শুধু কটুক্তি। তবে টি-২০ বিশ্বকাপের জয়ের পর বদলে চিত্র। ভিলেন থেকে নায়ক হয়েছেন হার্দিক। এবার নতুন মরশুম। আর নতুন মরশুমে নামার আগে আশাবাদী নেতা হার্দিক।
মুম্বইয়ের অনুশীলনে যোগ দিয়ে হার্দিক বলেন, “যুদ্ধক্ষেত্র ছাড়া যাবে না। আমার কাছে লড়াইটাই আসল। কী জিতছি, সেটা আসল কথা নয়। গত বছর আমি মাটি কামড়ে পড়েছিলাম। যুদ্ধক্ষেত্র ছাড়িনি। আমি বুঝতে পারছিলাম কীভাবে সব কিছু দূরে সরে যাচ্ছে। কিন্তু ক্রিকেটই তখন আমার একমাত্র বন্ধু ছিল। আর ক্রিকেটই আমাকে ওই বিপদ থেকে বের করে নিয়ে এসেছে।“
এরপরই হার্দিকের সংযোজন, আমি শুধু লড়াই করে গিয়েছি। জানতাম, পরিশ্রমই একমাত্র পথ। সিনেমার চিত্রনাট্যের মতো হঠাৎ আমার জীবন বদলে যাবে না। তারপর বিশ্বকাপ জিতে সব কিছু বদলে গেল। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সব কিছু যেন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। আমি শুধু নিজের কাজের প্রতি সৎ থাকতে চেয়েছি।“
আরও পড়ুন- ‘ফলাফলই বলে দেয় কোন দল সেরা’, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ নিয়ে বললেন মোদি
–
–
–
–
–
–
–
–





























































































































