চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ির অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের লোকজন। পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম সারেন তাঁরা। পাশাপাশি গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়। মেয়েটির পরিবার দাবি, মেয়েটির অমতে গিয়ে বিয়ে করার কারণে তার সামাজিক মর্যাদা এবং সম্মানহানি হয়েছে। ফলে, তারা মনে করছেন যে, এই ঘটনার ফলেই মেয়েটি মারা গেছেন। এরপর, পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে ও মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কার্যক্রম সম্পন্ন করা হয়।
গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। তারপর বিয়েও করেন। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়। এরপরই চরম সিদ্ধন্ত নেয় ওই মেয়েটির পরিবার। একবিংশ শতকে যেখানে মহিলা ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র থেকে রাজ্য উভয়েই, সেখানে মেয়ের সিদ্ধান্তে তোয়াক্কা না করেই এহেন কার্য ঘটালেন বাবা নিজেই।
আরও পড়ুন- অসমে নতুন কমিটি হতেই ভোটের ময়দানে তৃণমূল, প্রার্থী রাভা কাউন্সিল ভোটে
_
_
_
_
_
_
_
_
_