রাষ্ট্রায়ত্ত পরিবহণ নিগমে চুক্তিভিত্তিক বাসচালকের বেতন বৃ্দ্ধি করা হচ্ছে। কয়েকটি ধাপে চালকেরা এই বাড়তি বেতন পাবেন বলে পরিবহন দফতর জানিয়েছে। এ বার থেকে চালক পদে নিয়োগের ক্ষেত্রে শুরুতে সাড়ে ১৩ হাজার টাকার বদলে বেতন হবে মাসে ১৬ হাজার টাকা।
নির্দেশিকায় জানানো হয়েছে যে সব বাসচালকদের চাকরিতে নিরবচ্ছিন্নভাবে ৫ বছর পূর্ণ হয়েছে তাঁরা মাসে ২০ হাজার টাকা বেতন পাবেন। ওই ব্যবস্থায় চাকরির মেয়াদ ১০ বছর পূর্ণ করলে নির্দিষ্ট কর্মীর বেতন হবে ২৫ হাজার টাকা। চাকরির মেয়াদ ১৫ বছর এবং ২০ বছর হলে ওই বেতন বৃদ্ধি পেয়ে হবে যথাক্রমে ৩১ হাজার এবং ৩৮ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে নতুন বেতন হার কার্যকর হবে। বর্ধিত বেতন কর্মীদের এককালীন বকেয়া হিসেবে মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ছয়টি রাষ্ট্রায়ত্ব পরিবহন নিগমের প্রায় দেড় হাজার চুক্তি ভিত্তিক চালক উপকৃত হবেন। শীঘ্রই ওই সব পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের নয়া বেতন হর সংক্রান্ত নির্দেশিকা জারি হবে বলে নবান্ন সূত্রের খবর।
আরও পড়ুন- বাংলার তুলনায় ১৬গুণ ড্রপআউট যোগীরাজ্যে! স্কুলমুখী করার পদক্ষেপ নেই
_
_
_
_
_
_
_
_
_