হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৫ আইপিএল। ২২ মার্চ থেকে শুরু আইপএল। আর ২৪ মার্চ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে তাদের সামনে লখনৌ সুপার জায়ান্টস। গত তিন মরশুম লখনৌয়ের খেলেছেন রাহুল। তবে এবার জার্সি বদল হয়্রছে। রাহুল যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। নতুন মরশুমে নতুন দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রাহুল। তবে মরশুম শুরুর আগে তিনি নাকি নিলামের আগে বেশ চিন্তাতেও ছিলেন। যেই কথা নিজেই জানান রাহুল।
মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লখনৌ। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে দলে কেনে দিল্লি। রাহুল বলেন, “এই অভিজ্ঞতাটা বেশ চাপের ছিল। কোন দল আপনাকে কিনবে তা জানা সত্যিই কঠিন। নিলাম কতটা অনিশ্চিত হতে পারে তা আমি বছরের পর বছর ধরে লক্ষ্য করেছি। আমি গত তিন বছর অধিনায়কত্ব করেছি। দল গঠনের প্রক্রিয়ায় জড়িত ছিলাম। আমি জানি, ফ্র্যাঞ্চাইজির উপর সঠিক দল বেছে নেওয়ার চাপ কতটা। কিন্তু খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে এটি আরও কঠিন। কারণ কেরিয়ার এক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যায়।“ এখানেই না থেমে রাহুল আরও জানান, নিলাম খেলোয়াড়ের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আমি নার্ভাস ছিলাম। কিছুটা টেনশনও ছিল। কিন্তু একই সঙ্গে মনে হয়েছিল, এটা আমার কেরিয়ারের জন্য সঠিক পদক্ষেপ। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি। দলের মালিক পার্থ জিন্দাল আমার খুব কাছের বন্ধু। আমরা ক্রিকেট ছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি জানি তিনি খেলাটাকে কতটা পছন্দ করেন। আমি এই দলের অংশ হতে পেরে আনন্দিত। আমাদের দল শক্তিশালী। অভিজ্ঞ এবং তরুণ প্রতিভা নিয়ে তৈরি আমাদের দল।“
আরও পড়ুন- অবসর ভেঙে টি-২০ ফর্ম্যাটে ফিরবেন বিরাট, তবে রেখেছেন একটি শর্ত
–
–
–
–
–
–
–
–





























































































































