বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধী আরজেডি (RJD) এবং সমাজবাদী পার্টি (SP)। নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্যে দুষ্কৃতী বাড়বাড়ন্তের খেসারত বাংলাকেও দিতে হচ্ছে। নজিরবিহীনভাবে ডবল ইঞ্জিন বিহারে (Bihar) পরপর দুদিনে এবার খুন হতে হল দুই পুলিশ কর্মীকে। দুই ক্ষেত্রেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গিয়েই মৃত্যু হল দুই এএসআই পদমর্যাদার আধিকারিকের।
বিহারের মুঙ্গেরের (Munger) নন্দনপুর গ্রামে একটি গন্ডগোলের খবর পেয়ে শুক্রবার পৌঁছে যান এএসআই সন্তোষ কুমার সিং। সেখানে দু পক্ষের মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে পাটনা(Patna) পারস হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোট তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয় সেখানেই।
ঠিক তার আগের দিন বৃহস্পতিবার বিহারের আরারিয়াতে (Araria) মৃত্যু হয়েছে রাজিব রঞ্জন মাল নামে আরও এক এএসআই-এর (ASI)। সেখানে এক অভিযুক্তকে গ্রেফতার করতে বিয়েবাড়িতে গিয়েছিল পুলিশ। অপরাধীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে পুলিশের উপর এমনভাবে হামলা চালানো হয় যাতে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। কার্যত পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে।
শুক্রবার মুঙ্গেরে দ্বিতীয় পুলিশ কর্মের মৃত্যুর পরে সরব হয়েছে বিরোধীরা। আশ্চর্যজনকভাবে যাদের হাতে বিহারের (Bihar) দায়িত্ব সেই বিজেপি এবার আঙুল তুলেছে নীতীশ কুমারের (Nitish Kumar) দিকে। উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা দাবি করেছেন সরকারের এসব ক্ষেত্রে কঠোর ভূমিকা নেওয়া উচিত। সেখানেই প্রশ্ন, সরকার যারা চালাচ্ছেন এই দায়িত্ব নেওয়ার প্রশ্ন তাঁরা তাহলে কাদের উপর করছেন। নাকি এখানেই বিজেপি-নীতীশ বিরোধ স্পষ্ট।
–
–
–
–
–
–
–





























































































































