বেপরোয়া গাড়ি চালিয়ে একের পর এক বাইক আরোহীদের ধাক্কা মারল উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক যুবক। গুজরাটের (Gujarat) ভদোদরা শহরে আতঙ্কের রাত দেখলেন স্থানীয় বাসিন্দারা। নির্মম হত্যার পরে গাড়ি থেকে নেমে যুবকের দাবি, সে আরও এরকম হত্যালীলা চালাতে চায়। কারণ তার সহায় ঈশ্বর! ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার, গুরুতর আহত এক নাবালিকাসহ তিনজন।
উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা রক্ষিত চৌরাসিয়া বৃহস্পতিবার রাতে বন্ধু মিত চৌহানের গাড়ি নিয়ে ভদোদরার (Vadodara) রাস্তায় বেরিয়ে পড়ে। প্রবল মদ্যপ (drunk) থাকায় তার গাড়ি যে ১২০ কিলোমিটার বেগে চলছিল তা সে টেরই পায়নি। ভিডিও গেম (video game) খেলার মতো করে পরপর বাইকে (bike) ধাক্কা মারতে থাকে সে। ধাক্কায় তার গাড়ি একেবারে অচল হয়ে পড়ার পর বাধ্য হয়ে গাড়ি থেকে নামে সে।
জানা যায়, রক্ষিত নামে ওই যুবক ভদোদরায় বেসরকারি একটি কলেজের পড়ুয়া। ঘটনার পর পুলিশ রক্ষিতকে গ্রেফতার করে। যদিও তখনও প্রবল নেশায় (drunk) বুঁদ হয়ে থাকায় তার মধ্যে কোনরকম অনুশোচনা দেখা যায়নি। যেভাবে পথচারী ভরা রাস্তায় একের পর এক মানুষ খুন করার পর ‘আবারও করব’ বলে সদর্পে ঘুরতে থাকে রক্ষিত, তাতে তার অপরাধ প্রবণতা নিয়ে সরব নেটিজেনরা।
–
–
–
–
–
–
–
–





























































































































