২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যে আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট ব্রিগেড। আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা । আসন্ন মরশুমের জন্য কলকাতাকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। যেই দৌড়ে ছিলেন ভেঙ্কটেশ আইয়র। রাহানে যে নেতা হবেন তা নাকি জানতেনই না জিঙ্কস। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাহানে।
এদিন সাংবাদিক সম্মেলনে রাহানে বলেন, “ ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকে শুনেছিলাম যে আমাকে কেকেআর অধিনায়ক করতে পারে। সেই সময় লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়া। তবে এমন একটা দলের অধিনায়ক হতে পেরে দারুণ লাগছে। দলটার একটা ঐতিহ্য আছে। অনেক বড় ক্রিকেটার এই দলের হয়ে খেলে গিয়েছে। সেই দলের অধিনায়ক হতে পারা খুবই গর্বের। দল হিসাবে নিজেদের সেরাটা দিতে চাই।“ এখানেই না থেমে রাহানে নিজের আসন্ন পরিকল্পনা নিয়ে বলেন, “ আইপিএল শুরু হতে এখনও ন’দিন বাকি। কে কোথায় ব্যাট করবে, তা এখনও ঠিক হয়নি। আগামী দিনে কোচ, মেন্টরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।“
আরও পড়ুন- পায়ে ক্রাচ, সেই নিয়ে যশস্বীদের অনুশীলন দ্রাবিড়ের, মুগ্ধ নেটিজেনরা
–
–
–
–
–
–
–
–