রাত পোহালেই দোল ও হোলি উৎসবে মাতবে গোটা কলকাতা। এই দিনে অনেকে মদ্যপান বা অন্য নেশা করে থাকেন। অনেকেই আবার ওই অবস্থাতে নানা ঘাটে গিয়ে জলে নেমে পড়েন। সেখান থেকেই ঘটে যায় বড় কোন অঘটন। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার শুক্রবার ও শনিবার কলকাতার কমপক্ষে ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে পুলিশ। দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন সেই জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। রাস্তায় এদিন টহলরত অবস্থায় প্রচুর পুলিশ থাকবে।
ইতিমধ্যেই থানার পক্ষ থেকে শহরজুড়ে নানা এলাকায় এবং প্রত্যেকটি ঘাটে মাইকিং করা হচ্ছে। কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গলিতেও টহল দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এছাড়া স্থানীয় থানাগুলিকে লালবাজারকে প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে। পুলিশের বাইক বাহিনীও প্রস্তুত রয়েছে। শহরে সম্প্রীতি বজায় রাখতে অতিরিক্ত প্রচুর পুলিশ রাস্তায় নামানো হচ্ছে।
প্রসঙ্গত, গত দু’বছরে দোলের দিন কলকাতায় গঙ্গা এবং জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই থেকেই শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশের। কলকাতার ৬৬টি ঘাটে পুলিশ পোস্টিং করা হচ্ছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের লালবাজার প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কলকাতা জুড়েই সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































