সময় যত এগোচ্ছে তত ভেষজ রঙ ও আবির ব্যবহারে প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে। এবারও দেদার বিকোচ্ছে ভেষজ রং ও আবির । বড়বাজারের প্রত্যেকটি দোকানে ভেষজ রঙের ছড়াছড়ি। ক্রেতারা এসে খুঁজছেন ভেষজ রঙ। কারণ, এই রঙ ব্যবহার করলে আর যাই হোক ইনফেকশনের ভয় থাকে না । তাই ছোট থেকে বড় সবারই প্রথম পছন্দ ভেষজ রঙ।
বিশেষ কিছু ফুল, ফল, পাতা ব্যবহার করে আবির তৈরি করা হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের কথায়, গাঁদা ফুল, কাঁচা হলুদ, বিট, অপরাজিতা, পলাশ ও সিঁদুরে ফল সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করতে হয় ভেষজ আবির তৈরি করতে। হালকা রোদে শুকিয়ে নেওয়ার পর প্যাকেটজাত করতে হয়। বিশেষজ্ঞদের মতে, ভেষজ আবির ব্যবহারে ক্ষতির আশঙ্কা নেই। তাছাড়া পরিবেশের ক্ষতি হয় না।
দোকানিরা জানালেন, এবার সবথেকে বেশি বিক্রি হচ্ছে গোলাপি রঙ। ক্রেতারা প্রথমেই এসে খুঁজছেন গোলাপি রঙ । সঙ্গে বিক্রি হচ্ছে নানান রকমের নানান ধরনের পিচকিরি । তবে এবারের মূল আকর্ষণ স্প্রে , যা দিয়ে অনায়াসে আবির দেওয়া যায় । এরই পাশাপাশি ৬০০ টাকায় বড় প্রমাণ সাইজের সিলিন্ডার বিক্রি হচ্ছে। এটি ব্যবহার করেও অনায়াসে আবির দেওয়া যেতে পারে । ক্রেতাদের একটাই কথা, বড়বাজারে যেমন পাইকারি দরে রঙ কিনতে পারা যায়, তেমন জিনিসের মান অন্য জায়গার তুলনায় অনেক ভালো। তাই তারা আসেন , ভরসা রাখেন বড়বাজারের রঙের উপর। সব মিলিয়ে দোলের আগের রাতে জমজমাট বড়বাজার । সারারাত চলবে রঙয়ের কেনা বেচা।
আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস বিধানসভায়
_
_
_
_
_
_
_
_



























































































































